দেখতে দেখতে চোখের সামনে আটত্রিশ বচর কেটে গেল অথচ আমার খেয়ালই হয়নি আমার স্বপ্নের বয়স আটত্রিশ বছরে পড়েছে ওর জন্মের সময় অনেক কষ্টের মাঝেও আমি হেসেছিলাম ওকে জন্ম দিতে গিয়ে আমার একান্ত প্রিয় মানুষটি মারা গেছে সেই বেদনাকে মুর্হুেতই ভুলে গেছি ওকে পেয়ে। আমার স্বপ্ন এই পৃথিবীতে জন্ম নেবে এটা নিয়ে দর্ীঘ দিন আলোচনা হচ্ছিলো শেষতক একজনতো রেস কোর্সের ময়দানে আঙ্গুল উচিয়ে ঘোষনাই দিয়ে দিলো তার পরও কিছু বিভৎস মানুষ স্বপ্নকে মেরে ফেলতে চেয়েছিলো অনেকের অকৃত্রিম ভালোবাসায় স্বপ্নের জন্ম হলো এ নিয়ে ঘোর আপত্তি করেছিলো আমেরিকার মত রাষট্র কিনতৃ ঐ যে একজন আঙ্গুল উচিয়ে বলেছিলো ওর জন্ম হবেই তাই ঠিক নয়মাস পরেই ওর জন্ম হলো ষোলই ডিসেম্বরে। কিন্তু কখনযে আটত্রিশ বছর কেটে গেছে টেরই পাইনি টের পাইনি আমার স্বপ্নের বড় হবার কথা ছিলো কিন্তু সত্যিই সে আগের চেয়ে একটুও বড় হয়নি। স্বপ্নের জন্ম নিয়ে সেদিন যারা বিরোধীতা করেছিলো সেই তারাই অজ্ঞাত সারে আমার স্বপ্নকে দিন দিন পিছনে টেনে নিয়ে গেছে স্বপ্নের জন্ম ঠেকাতে পারেনি; তাই তারা স্বপ্নকে বড় হতে দিতে চায়না। হায় আমার স্বপ্ন ! হায় আমার স্বাধীন করা বাংলাদেশ! আটত্রিশ বছর পরও এখন কেবলই শূণ্যতা এসে বুকের মধ্যে ভর করে।(২৬ মার্চ ৯)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য
এই যে লিখেছ "স্বপ্নের জন্ম নিয়ে সেদিন যারা বিরোধীতা করেছিলো
সেই তারাই অজ্ঞাত সারে আমার স্বপ্নকে দিন দিন পিছনে টেনে নিয়ে গেছে" এরা শুধু এখানেই থেমে নেই বরং এই স্বপ্নের জন্ম সময়ে যারা বিরোধীতা করেছিল ছলে, কৌশলে এখন তাদের স্বপ্ন প্রেমিক বানাবার চেষ্টায় মেতেছে। ভাল লাগলো তোমার কবিতা।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
অথচ আমার খেয়ালই হয়নি আমার স্বপ্নের বয়স আটত্রিশ বছরে পড়েছে
ওর জন্মের সময় অনেক কষ্টের মাঝেও আমি হেসেছিলাম
ওকে জন্ম দিতে গিয়ে আমার একান্ত প্রিয় মানুষটি মারা গেছে
সেই বেদনাকে মুর্হুেতই ভুলে গেছি ওকে পেয়ে।
........//পাওয়া না পাওয়ার দোলাচলে চমৎকার একটি কবিতা ভীষণ ভাল লাগলো.....জাজাফী আপনাকে শুভকামনা.............
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।